1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ২৪ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির সরকার ও নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে দ্বিতীয় সপ্তাহের মতো টানা বিক্ষোভ হয়েছে শনিবার। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইসরায়েলি এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারী তদন্ত চলছে।

পুলিশ বলছে, ‘লজ্জার পদযাত্রা’ শিরোনামে আয়োজিত ওই বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছে। দুর্নীতিবিরোধী টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিক্ষোভ চলছে ইসরায়েলে। এর আগে গত শনিবার তেল আবিবে দুর্নীতিবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়; এতে অন্তত ২০ হাজার ইসরায়েলি অংশ নেয়।

jagonews24

দেশটির শীর্ষ এক ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেয়ার অভিযোগে প্রথম মামলা দায়ের হয়েছে। এছাড়া দ্বিতীয় মামলাটি হয়েছে প্রতিদ্বন্দ্বী এক সংবাদপত্রকে ঠেকাতে অন্য একটি দৈনিকে বেশি কভারেজ পাওয়ার শর্তে চুক্তি করার অভিযোগে।

অভিযুক্ত হলে পদত্যাগের জন্য ব্যাপক চাপ তৈরি হবে তার ওপর অথবা তিনি নির্বাচনে লড়াই করতে পারবেন কি-না সে ব্যাপারে আগাম মতামত ভোট অনুষ্ঠিত হতে পারে।

নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছে, বামপন্থীরা এ বিক্ষোভ করেছে। দলটি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার পর আন্তর্জাতিক সমালোচনার মুখে দেশের স্বার্থ রক্ষায় নেতানিয়াহু কাজ করছে মন্তব্য করে তাকে সমর্থনের আহ্বান জানিয়েছে।

দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেরুজালেম ইস্যুতে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করে বিশ্বকে দেখানোর পরিবর্তে বামপন্থীরা বিভাজন তৈরি করছে।’

jagonews24

দুই সপ্তাহ ধরে বিক্ষোভে অংশ নেয়া ইসরায়েলিরা বলছেন, তারা ডান-বাম উভয় পক্ষকেই সমর্থন করছেন। শনিবার বিক্ষোভকারীদের হাতে ‘বাম নয়, ডান নয়, আমরা চাই অখণ্ডতা, আমরা (রাজনীতিকদের) দুর্নীতি নিয়ে বিরক্ত, দুর্নীতি নিপাত যাক-সহ বিভিন্ন স্লোগানের ব্যানার দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ