জারদারির পদত্যাগের দাবিতে লাহোরে ব্যাপক বিক্ষোভ

জারদারির পদত্যাগের দাবিতে লাহোরে ব্যাপক বিক্ষোভ

লাহোর ২৯ অক্টোবর : পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। লাহোর শহরে শুক্রবার প্রধান বিরোধী দলের সমর্থকরা জারদারিকে সরে দাঁড়ানোর আহবান জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানের প্রধান বিরোধী দল মুসলিম লীগ-এন পাঞ্জাবের প্রাদেশিক সরকার নিয়ন্ত্রণ করছে। দলটি সরকারের ব্যাপক দুর্নীতি, দেশব্যাপী চরম লোডশেডিং, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং জনগণের জীবনযাত্রার নিম্নমানের প্রতিবাদে সরকারের পদত্যাগ এবং মধ্যবর্তী নির্বাচন দাবি করেছে। আজ লাহোরের বিভিন্ন এলাকা থেকে মিছিলকারীরা দলে দলে এসে নগরীর প্রধান সড়কে সমবেত হন। তারা ‘জারদারি চলে যাও’ বলে শ্লোগান দেন।

পাকিস্তানে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিপলস পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করে। ওই নির্বাচনের দু’মাস আগে পিপলস পার্টির তৎকালীন প্রধান বেনজির ভুট্টো সন্ত্রাসী হামলায় নিহত হন। বেনজিরের নিহত হওয়ার ঘটনা ওই নির্বাচনে পিপলস পার্টির বিজয়ে নিয়ামক ভূমিকা পালন করে বলে ধারণা করা হয়।

আন্তর্জাতিক শীর্ষ খবর