1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

বিরোধীদল সময় না দিয়েই হরতালে নেমেছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ৮৮ Time View

কাতারে ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে বের করতে বিরোধীদল সরকারকে সময় না দিয়েই হরতালে নেমেছে বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদের কাছ থেকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি, বিএনপির হরতালসহ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ইস্যুতে বিএনপির তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে গত কয়েক দিনের আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা সম্পর্কেও দলীয় প্রধানকে জানান নেতারা।

এসময় প্রধানমন্ত্রী তাদের বলেন, বিরোধীদলের আন্দোলন কর্মসূচি সম্পর্কে সতর্ক থাকতে হবে। সরকারকে সময় না দিয়েই তারা হরতালে নেমেছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিরোধীদলের এ সব তৎপরতা।

বৈঠকে অংশ নেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজল হোসেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে ৪ দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সকালেই দেশে ফিরেছেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ১৩তম সম্মেলনে (আঙ্কটাড-১৩) যোগদানের উদ্দেশ্যে গত ২০ এপ্রিল দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ