1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১২
  • ৭৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে চারদিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি প্লেন ভোর পাঁচটা ৩৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিমানমন্ত্রী ফারুক খান, তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ১৩তম সম্মেলনে (আঙ্কটাড-১৩) যোগদানের উদ্দেশে গত ২০ এপ্রিল দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ছয়দিনের এ সম্মেলন ২১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় শুরু হয়।

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক স্থায়ী আন্তঃসরকার সংস্থা আঙ্কটাডের এ সম্মেলনে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রতিনিধিদলে ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ডা. শিরীন শারমিন চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘উন্নয়নকেন্দ্রিক বিশ্বায়ন: সার্বিক ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন।’

কাতারে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানি ও প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসীম আল-থানির সঙ্গে পৃথক বৈঠক করেন।

প্রধানমন্ত্রী কাতারের প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনায় ও দোহায় বিজনেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএএবি) আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ