1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

দুই বছর ধরেই আলাদা থাকছেন তাহসান-মিথিলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৮১ Time View

শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে যার নাম আইরা তাহরিম খান। সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান-মিথিলা দারুণ উদাহরণ।

কিন্তু মন খারাপের খবর হলো, এই সংসারটাও টিকলো না। গেল বছরের মাঝামাঝি থেকেই সর্বত্র শোনা যাচ্ছিলো ভেঙ্গে যাচ্ছে তাহসান-মিথিলার সংসার। তবে কেউ কোনো প্রমাণ দিতে পারেননি। দুই তারকার অনেক সহশিল্পীদের কাছে কিছু তথ্য প্রমাণ থাকলেও, তারাও সাহসী হয়ে নিজদের প্রকাশ্যে আনতে চাননি। কেবল মুখে মুখেই তাহসান-মিথিলার মধ্যে দুরত্বের নানা গল্প শুনিয়েছেন। তাই বিষয়টি নিতান্তই গুঞ্জন হিসেবে থেকে গেছে।

তাহসান-মিথিলাও এ নিয়ে মুখ খুলেননি। বরং একে অপরের সাথে জুটি হয়ে নাটক-টেলিছবিতে কাজ করেছেন। কিন্তু গেল কয়েকদিনে দুই তারকার ডিভোর্সের বিষয়টি নতুন করে শোরগোলের জন্ম দেয় শোবিজে। তারই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার, ২০ জুলাই তাহসান তার ভেরিফায়েড ফেসবুক প্যাজে নিজেই জানিয়েছেন তাদের ছাড়াছাড়ির বিষয়টি।

এইদিকে তাহসানের এক ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত জানাতে দেরি হলেও দুই বছর ধরেই আলাদা থাকছেন তাহসান-মিথিলা। তাহসানের ওই সূত্রের দাবি, ২০১৪ সাল থেকেই অবিশ্বাস দানা বাঁধে এই দম্পতিদের মধ্যে। তার কারণ কোনো এক মডেল-অভিনেত্রীর প্রতি তাহসানের দুর্বলতা। একটা সময় দুজন মিলে সব অনুষ্ঠান ও নাটক-বিজ্ঞাপনে অংশ নিতেন তারা। কিন্তু হঠাৎ করেই তাহসান এড়িয়ে চলতে থাকেন মিথিলাকে। এই নিয়ে প্রায়ই মনোমালিন্য হতো। অবনতি হতে থাকে দাম্পত্যের।

একটা পর্যায়ে তাহসানও মিথিলার গোপন সম্পর্কের নানা তথ্য পান। এক গায়ক ও অভিনেতার সঙ্গে মিথিলার সখ্যতার গুঞ্জনও চাউর হয় চারদিকে। এ নিয়ে তাহসানের অবিশ্বাস চরমে পৌঁছায়। যদিও কারও কাছে এইসব সম্পর্কের কোনো তথ্য প্রমাণ ছিলো না। তবু সন্দেহের জের ধরে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয় বলেই ধারণ করছেন তাহসান-মিথিলার ঘনিষ্টজনরা।

সেই মতবিরোধের সূত্রে দুজন মিলেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন। ২০১৫ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। এরপর দুজনে একসঙ্গে কিছু নাটক-টেলিফিল্মে কাজ করলেও তাদের মধ্যে আন্তরিকতার অভাব ধরা পড়েছে শুটিং স্পটে। আর সে থেকেই ছড়াতে থাকে এই দুই তারকার সম্পর্ক ভাঙ্গনের গুজব।

এইদিকে তাহসান-মিথিলার সংসার ভেঙ্গে যাওয়ার নিশ্চিত খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার তাহসান-মিথিলা এই দুই পক্ষে বিভক্ত হয়ে সংসার ভাঙার জন্য দায়ী করে স্ট্যাটাস দিচ্ছেন।

আর শোবিজের মানুষেরা মনে করছেন এমন একটি আদর্শ ও সুখী দম্পতির পতন তারকাদের সংসার জীবনের প্রতি সাধারণ মানুষের মধ্যে শ্রদ্ধাবোধে দারুণভাবে আঘাত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ