1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

ইলিয়াস আলীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে : সাজেদা চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ১০০ Time View

বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সেই সঙ্গে তিনি এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলের হত্যা, সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিবৃতির কথা জানানো হয়।

বিবৃতিতে বিএনপি নেতার কথিত অন্তর্ধানকে কেন্দ্র করে সারা দেশে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাজেদা চৌধুরী। বিবৃতিতে তিনি বলেন, ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য উদ্ঘাটন এবং তাকে উদ্ধারের জন্য সরকার যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তখন খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোট এ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে এক চরম নৈরাজ্য ও রক্তাক্ত সন্ত্রাস সৃষ্টি অব্যাহত রেখেছে।

তারা অযৌক্তিকভাবে উপর্যুপরি হরতাল দিয়ে একদিকে দেশের অর্থনীতিকে ধ্বংস, শ্রমিক, কৃষক, গরিব মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের জীবন-জীবিকাকে দুর্বিষহ করে তুলছে, অন্যদিকে অগ্নিসংযোগ, বোমাবাজি, বাসে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা, থানা লুট, অস্ত্র লুট, সন্ত্রাস ও ভয়-ভীতি সৃষ্টি, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্মম হামলা এবং গুজব ছড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে দেশে অরাজক ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে।

সাজেদা চৌধুরী বলেন, ইতিমধ্যে গত তিনদিনে একাধিক নিরাপরাধ মানুষ নিহত হয়েছেন। লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। বিপন্ন হয়ে পড়েছে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা।

বিবৃতিতে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘দেশবাসী এ পরিস্থিতি আর মেনে নিতে পারে না। আমরা অসীম ধৈর্য্য, সহনশীলতা, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিয়ে বলছি, এখন খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোটের সহিংস ঘটনা এবং পরিকল্পিত লাগামহীন ষড়যন্ত্রের ফলে দেশবাসীর ধৈর্য্যরে বাঁধ ভেঙে যেতে বসেছে। আমরা আর এই নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না।

তিনি বলেন, ‘আমি উদ্ভূত পরিস্থিতিতে দেশে শান্তি ও জীবনযাত্রার স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র রুখে দাঁড়াবার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দেশবাসীকে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ