1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

প্রযোজক-পরিচালকদের পরামর্শ দিলেন শাকিব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ১০০ Time View

বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সবকিছু। আধুনিকতার ছোঁয়া লেগেছে সবখানেই। তারপরও বাংলা চলচ্চিত্র এখনও অনেকটা পিছিয়ে। তাই ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকদের পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে নতুনত্ব আর বৈচিত্র্য নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দেশসেরা নায়ক শাকিব খান।

তিনি বর্তমানে ইতালি আছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপকালে জাগো নিউজকে বলেন, ‌‘লোকাল প্রডাকশন অর্থাৎ আমাদের দেশের ছবিগুলোর নির্মাণ মান অনেক উন্নত করতে হবে। আগের ধ্যানধারনা নিয়ে কোনো রকম ছবি বানিয়ে হলে পাঠালে সেটা দর্শক ভালোভাবে গ্রহণ করবে না। তারা এখন উন্নত প্রযুক্তির যুগের দর্শক। সবকিছুতে তার ছোঁয়া দেখতে চায়। আমরা চাই আমাদের দেশের ছবি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হোক। এজন্য প্রযোজক ও পরিচালকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। কারণ, তারাই ইন্ডাস্ট্রির মূল জায়গাটা পরিচালনা করেন।’

শাকিব বলেন, ‘এখন ছবি নির্মাণ করতে হলে গল্পের বাঁকে বাঁকে চমক রাখতে হবে। গল্প মৌলিক হওয়া উচিত। নায়ক-নায়িকার উপস্থাপন হতে হবে আকর্ষণীয়। এই বিষয়গুলোর উপর অবশ্যই আমাদের দেশের নির্মাতাদের জোর নজর দিতে হবে। তাহলেই আমাদের দেশের ছবি দর্শকরা গ্রহণ করবেন। একজন শিল্পী হিসেবে আমি এটাই মনে করি।’

নিজের আঠারো বছরের ক্যারিয়ার মূল্যায়ণ করে শাকিব বলেন, ‘আমি জিরো থেকে হিরো হয়েছি। এ পর্যন্ত আসতে অনেক ঝড়ঝাপটা গেছে আমার উপর দিয়ে। নিজের কাজটাকে সবসময় প্রাধান্য দিয়েছি, আগামীতেও দেব।’

Shakib Khan

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক বলেন, ‘কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান  শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত একাধিক ছবি হাতে রয়েছে। তাদের সঙ্গে দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছি। সেগুলো একে একে বাস্তবায়ন করবো। আশা করছি অনেক চমক দিতে পারবো আমার দর্শক-ভক্তদের।’

শাকিব আরও বলেন, ‘আগামী কোরবানি ঈদের পর বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছি। কথাবার্তা ফাইনাল।’

আগামী ঈদে শাকিব অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার তালিকায় আছে। এরমধ্যে নিশ্চিত হয়েছে বুলবুল বিশ্বাসের পরিচালনায় অপু বিশ্বাসের বিপরীতে ‘রাজনীতি’ ছবিটি। সম্ভাবনার তালিকায় থাকা অন্য ছবিগুলো হলো – ‘নবাব’, ‘রংবাজ’ এবং ‘অহংকার’।

বর্তমানে শাকিব রয়েছেন ইতালিতে। সেখানে বুবলীকে সঙ্গে নিয়ে তিনি ‘রংবাজ’ ছবির গানের শুটিং করছেন। দেশে ফিরবেন চলতি সপ্তাহেই। আবার ২০ জুন উড়াল দেবেন লন্ডনে। সেখানে অনন্য মামুনের পরিচালনায় যৌথ প্রযোজনায় নির্মিত ‘চালবাজ’ নামের নতুন একটি ছবির শুটিং করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ