1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

ঈদে বৈচিত্রময়ী মেহজাবিন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১১৭ Time View

গল্প, নির্মাতা, ডিওপি, সহশিল্পী, চিত্রনাট্য যাচাই বাছাই করে অভিনয়ে করছেন লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। আর মেহজাবিনের এই প্রস্তুতিটা ঈদের জন্য। অবশ্য সারাবছরই তাকে পাওয়া যায় মানসম্মত কাজে। জাগো নিউজকে জনপ্রিয় এই তারকা কথা বলছিলেন ঈদের কাজের ব্যস্ততা নিয়ে।

মেহজাবিন বলেন, ‘এবারের ঈদে আমার অভিনীত কয়টি নাটক প্রচারিত হবে সেটা সঠিক বলা মুশকিল! অনেকগুলোতে কাজ করেছি, আরও কিছু শুটিং বাকি আছে। তাই একচুয়াল সংখ্যাটা বলতে পারছিনা। তবে অনুমান করছি কম করে হলেও প্রায় ২০টি নাটক-টেলিছবি প্রচারে আসবে।’

এরই মধ্যে মেহজাবিন কাজ শেষ করেছেন ‌‘রোড টু সাকসেস’, ‘নীল আবর্তন’, ‘ফিরে যাওয়া কিংবা না ফেরার গল্প’, ‘অহর্নিশ ভালোবাসা’ ইত্যাদি নাটকের। তিনি বলেন, ‘ঈদকে সমানে রেখে সবসময় কমেডি, রোমান্টিক গল্প নির্ভর নাটকগুলো বেশি নির্মিত হয়। কিন্তু আমি একটু ব্যতিক্রমী কাজ করেছি। সেনসেটিভ ইস্যু নিয়ে অভিনয় করেছি। তাছাড়া চরিত্র, গল্প, চিত্রনাট্যে মনোযোগী হয়েছি। সবমিলিয়ে কাজের মধ্যে বৈচিত্র্য পাবেন দর্শক।’

সম্প্রতি মেহজাবিন অভিনীত দুটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এ দুটি থেকে খুব ভালো রেসপন্স পেয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মেহেজাবিন। তবে তার ভালো লাগা নাটক-টেলিছবির অভিনয়কে ঘিরেই বলে জানালেন।

Mehjabin

চলচ্চিত্র অভিনয়ের ইচ্ছে আছে কিনা জানতে চাইলে মেহজাবিন বলেন, ‘বড়পর্দায় অভিনয় করতে গেলে আত্মবিশ্বাস খুব বেশি প্রয়োজন। আমি নাটকে কাজ করছি, এখান থেকে আরো বেশি অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চাই। এরপর চলচ্চিত্র নিয়ে ভাববো। দেখা যাক কি হয়!’

মেহজাবিন ২০০৯ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে পথচলা শুরু করেন। এরপর তার আজকেই এই সাফল্যের পেছনে অনেক বড় অবদান রেখেছে তার পরিবার। মেহজাবিন বলেন, ‘আমরা যে সোসাইটিতে বাস করছি, সেখানে মেয়েদের নানা বৈষম্যের শিকার হতে হয়। কিন্তু সেই সোসাইটির বিপরীতে গিয়ে আমার পরিবার আমার কথা শুনেছে, আমাকে সাপোর্ট দিয়েছে। যার জন্য আমি আজ এতদূর এসেছি। স্বপ্নকে সঙ্গে আরও অনেকদূর যেতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ