বঙ্গভবনে বসে অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ দেখলেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এসময় ছবিটি প্রশংসাও পেয়েছে রাষ্ট্রপতির নিকট হতে।
গত শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণ পেয়েছিল ‘আয়নাবাজি’র দল। এদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটি উপভোগ করেন। শেষে তৃপ্তির বাণী প্রদান করেন রাষ্ট্রপতি।
বঙ্গভবনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আয়নাবাজি’র প্রযোজক জিয়াউদ্দিন আদিল, টম ক্রিয়েশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা আদিল, পরিচালক আমিতাভ রেজা চৌধুরী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও গাজী টিভির এমডি আমান আশরাফ ফায়েজ।