শিরোনাম দেখে ভড়কে যাওয়া মতো অবস্থা! মনে হতে পারে এও কি সম্ভব! কিন্তু ‘বাহুবলী’ ছবির নায়ক প্রভাষের ক্ষেত্রে এমনটাই হয়েছে। এখনও পর্যন্ত এই তেলেগু সুপারস্টার বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬ হাজারেরও বেশিবার!
কিন্তু ‘বাহুবলী’ ছবিতে নিজের পুরো মনোযোগ দিতে চেয়েছিলেন প্রভাষ। তাই কোনো বিয়ের প্রস্তাবই গ্রহণ করেননি তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে মজার এই তথ্য।
সেই খবরের আরও বলা হয়েছে, ‘বাহুবলী’ ছবিটির প্রস্তুতি পর্ব, শুটিং, পোস্ট প্রডাকশন, প্রচারণা, মুক্তি মিলেয়ে লেগেছে প্রায় পাঁচ বছর। এর মধ্যে প্রায় ৬ হাজার বার বিয়ের প্রস্তাব এসেছিলো প্রভাষের কাছে।
শুধু বিয়ের প্রস্তাবই নয়, ‘বাহুবলী’তে অভিনয় করার সময় বলিউড থেকে বহু ছবির প্রস্তাবও গেছে প্রভাসের কাছে। কিন্তু তিনি রাজি হননি। ১০ কোটি রুপির বিজ্ঞাপন চুক্তিও ফিরিয়ে দেন শুধু ‘বাহুবলী’র জন্য।
জানা যায়, ‘বাহুবলী’র ছবির জন্য কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছিল প্রভাষকে। ওজন ৮৭ থেকে বাড়িয়ে ১০৫ কেজি করেছেন। খাদ্যাভ্যাসেও আনতে হয় ব্যাপক পরিবর্তন। প্রতিদিন ৪০টি ডিম খেতে হয়েছে প্রভাষকে!
‘বাহুবলী’ দিয়ে দক্ষিণের জাতীয় তারকা বনে যাওয়া প্রভাষ খুবই লাজুক স্বভাবের মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম প্রায়ই তাকে ‘অতিরিক্ত ভদ্র’ বলেও আখ্যায়িত করেছে।