1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

ফারাক্কায় হচ্ছে ৬ লেনের নতুন সেতু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৫৫ Time View

ভারতের পশ্চিবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ফারাক্কা বাঁধের কাছে গঙ্গা নদীর উপর নির্মাণ করা হবে ছয় লেনের নতুন একটি সেতু।

সেতুটি তৈরি হলে ফারাক্কা বাঁধের উপর দিয়ে ভারী যান চলাচল করতে দেয়া হবে না। এরই মধ্যে চূড়ান্ত নকশা করা হয়েছে সেতুটির। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সেতুর কাজ করা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ত সচিব ইন্দিবর পাণ্ডে।

তিনি বলেন, ফারাক্কা ব্যারেজ থেকে আরও খানিকটা নিচের দিকে গঙ্গার উপর এ সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ সেতুটি হলে যান চলাচলের সমস্যা মিটে যাবে।

ফারাক্কা বাঁধ দৈর্ঘ্যে প্রায় দুই হাজার ২৪০ মিটার অর্থাৎ সাত হাজার ৩৫০ ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে দার্জিলিংয়ের উচ্চতার চেয়েও বেশি দৈর্ঘ্য ফারাক্কা বাঁধের।

দৈর্ঘ্যে এর চেয়েও বড় হবে নতুন সেতুটি। মূলত ফারাক্কা বাঁধের উপর চাপ কমাতে ও যান চলাচল দ্রুত করতে নতুন সেতুটি নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে বাঁধের একপাশ দিয়ে রেললাইনও রয়েছে। তবে নতুন সেতুতে রেললাইন থাকবে কিনা তা জানা যায়নি।

মমতা ব্যানার্জি রাজ্যের দায়িত্ব নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ করিয়েছেন৷ এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ভসরাঘাট সেতু। এছাড়া নির্মাণকাজ চলছে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর উপর জয়ী সেতুর।

নতুন এ প্রকল্প বাস্তবায়িত হলে এক্সপ্রেস ওয়েতে গতি আসবে। ফারাক্কা বাঁধে সবসময় যানজট লেগে থাকে। ফারাক্কা থেকে মালদহ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ চলছে। এটি যুক্ত হবে নতুন সেতুর সঙ্গে। এছাড়া সেতুটি হলে কলকাতা থেকে উত্তরবঙ্গের যোগাযোগ সহজতর হবে।

তবে নতুন প্রকল্পের ব্যয় কত ও এর ব্যয়ভার বহন করবে কে- এ বিষয়ে রাজ্য পূর্ত সচিব জানিয়েছেন, সময় হলে সব জানা যাবে। রাজ্যের স্বার্থে এ প্রকল্প দরকার৷

এদিকে, মঙ্গলবার মালদহ আসছেন মুখ্যমন্ত্রী মমতা। মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ