১৯৮৭ সালের ‘ডার্টি ড্যান্সিং’ চলচ্চিত্রে অভিনেতা প্যাট্রিক সোয়ায়েজকে লেদারের যে জ্যাকেটটি পরে দেখা গিয়েছিল, লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি সেটি নিলামে বিক্রি হয়েছে। ৬২ হাজার ৫০০ ডলারে জ্যাকেটটি বিক্রি হয়েছে। বিবিসি।
সোয়ায়েজ স্মৃতিমাখা আরো শতাধিক সামগ্রীও বিক্রি হয়েছে। এরমধ্যে একটি পয়েন্টে ব্রেকের সার্ফবোর্ড ও ঘোস্টে তিনি যে শার্টটি পরেছিলেন সে শার্টটিও রয়েছে।
প্যাট্রিকের স্ত্রী লিসা বলেছেন, জিনিসগুলো বিক্রি হয়ে যাওয়াতে তার ভালো-খারাপ মেশানো একটা অনুভূতি হচ্ছে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৯ সালে ৫৭ বছর বয়সে মারা যান প্যাট্রিক।
ডার্টি ড্যান্সিংয়ের জ্যাকেটটি যিনি কিনেছেন নিজের পরিচয় হিসেবে কেবল এটুকুই জানিয়েছেন তার নাম গ্লেন। এ ধরনের জিনিস সংগ্রহ করেন তিনি।
প্যাট্রিকের ভাগ্নি এ নিলামের তীব্র বিরোধিতা করেছিলেন।