1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৭৫ Time View

মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার হামলা চালিয়েছে। পার্লামেন্টের স্পিকার হিসেবে আলবেনীয় জাতির একজনকে নির্বাচিত করার পর সেখানে তারা এ হামলা চালায়। খবর বিবিসি’র।
এ হামলায় সোস্যাল ডেমোক্রেট দলের নেতা জোরান জায়েভসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
মেসেডোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি ভিএমআরও দলের সমর্থকরা দেশটিতে নতুন নির্বাচনের দাবি করছে।
সাবেক এ যুগোস্লাভ প্রজাতন্ত্রের রাজনীতি গত ডিসেম্বরের অসমাপ্ত নির্বাচনের পর থেকেই স্থবির হয়ে রয়েছে।
তারপর দু’বছর আগের টেলিফোনে আড়িপাতার ঘটনাকে কেন্দ্র করে মেসেডোনিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনিভূত হয়ে উঠেছে।
জায়েভ জাতিগতভাবে আলবেনীয় দলগুলোর সাথে একটি জোট করলেও একটি সরকার গঠনে তার প্রচেষ্টা প্রেসিডেন্ট বন্ধ করে দিয়েছে।
এদিকে জায়েভ জোট গঠনের প্রচেষ্টা শুরু করার পর থেকেই মেসেডোনিয়ার জাতীয়তাবাদীরা রাজপথে বিক্ষোভ করে আসছে।
উল্লেখ্য, মেসেডোনিয়ার মোট জনসংখ্যার চারভাগের প্রায় একভাগ হচ্ছে জাতিগত আলবেনীয়।
পার্লামেন্টের স্পিকার হিসেবে তালাত হফারিকে নির্বাচনে জোটের সিদ্ধান্তে দেশটির জাতীয়তাবাদীর পক্ষের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা পার্লামেন্টে হামলা চালায়। এতে রাজনৈতিক দলের নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
এদিকে মেসেডোনিয়ায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে পার্লামেন্টে হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ