1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

সাগর-রুনি হত্যা মামলা: দুই গোয়েন্দাকে হাইকোর্টে তলব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১২
  • ৮৪ Time View

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে পুলিশের ডিসি (ডিবি-দক্ষিণ) ও মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট ।

বুধবার মামলার সব ধরনের তথ্য উপাত্তসহ তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে দেওয়া  সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি প্রতিবেদন মঙ্গলবার দুপুরে আদালতে উপস্থাপন করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।

এ প্রতিবেদন দেখার পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে ডিসি ডিবি মনিরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা রবিউল আলমকে বুধবার হাজির হওয়ার নির্দেশ দেন।

আদেশের পর রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “যে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে তাতে কোনো অগ্রগতির কথা বলা নেই। রেজাল্ট জিরো। আমি আদালতে বলেছি, এ ধরনের কর্মকর্তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। এখন পর্যন্ত তারা একজনও আসামিকে গ্রেফতার করতে পারেননি।“

তিনি বলেন, “আদালত অগ্রগতি প্রতিবেদন দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। আদালত বলেছেন, তদন্তের ফল জিরো।“

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন বলেন, “অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করেছি। সর্বোচ্চ চেষ্টা চলছে। দু’টি দিক সামনে রেখে এখন তদন্ত চলছে। একটি হচ্ছে, তাদের সঙ্গে কারো ব্যক্তিগত বা পেশাগত শত্রুতা ছিলো কি না। অন্যটি হচ্ছে, ঘটনাটি ডাকাতির ঘটনা কি না।“

কেউ গ্রেফতার না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান আলতাফ হোসেন।

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জনস্বার্থে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং হত্যার কারণ নির্ণয়ে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

পরে  আদালত ২২ মার্চ বৃহস্পতিবারের  মধ্যে সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরে আইজিপি আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ