1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

১ হাজার ৩৩ জনের বিপরীতে মাত্র ১ জন পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১২
  • ৮০ Time View

পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের বিপরীতে মাত্র ১ লাখ ৪১ হাজারের মতো পুলিশ রয়েছে। জাতিসংঘের হিসেবে যেখানে ৫০০ জনের বিপরীতে ১ জন পুলিশ থাকার কথা, সেখানে আমাদের ১ হাজার ৩৩ জনের বিপরীতে মাত্র ১ জন পুলিশ রয়েছে।’

রোববার বিকেলে রাজধানীর রূপনগর থানা উদ্বোধনকালে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার ৩২ হাজার নতুন পুলিশ নিয়োগের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে ২৭ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। আরও ৫ হাজার শিগগিরই নিয়োগ দেওয়া হবে।’

এ সময় পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ১০ ট্রাক অস্ত্র মামলা, কিবরিয়া হত্যাসহ চাঞ্চল্যকর মামলাগুলোর নিষ্পত্তির ব্যবস্থা নিয়েছে। দেশ থেকে জঙ্গি দমন, আইন-শৃঙ্খলা উন্নয়ন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর উন্নয়নে আমরা কাজ করছি।’

যুদ্ধাপরাধীদের বিচারে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আপনারা জানেন যুদ্ধাপরাধী কারা। তারা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অপকর্ম করেছে। আর তাদের রক্ষায় একটি মহল উঠে-পড়ে লেগেছে।’

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ঢাকা নগরী মেগাসিটিতে পরিণত হয়েছে। এখানে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে। একটি থানা এলাকার পরিধি বেশি হওয়ায় পুলিশি ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। বর্তমান সরকারের সময়ে ১৫ নতুন থানা হয়েছে। এরমধ্যে আজ আমরা ৪৬তম থানা উদ্বোধন করছি। অতি শিগগিরই আরও ৩ টি থানা স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন করা হবে।

বর্তমান সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, ‘নতুন থানার সংখ্যা বৃদ্ধি করার ফলে পুলিশি ব্যবস্থায় কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়েছে।’

আউজিপি আরও বলেন, ‘রূপনগর থানা এলাকার প্রধান সমস্যা হচ্ছে মাদক চোরাকারবারি, দখলবাজি, চাঁদাবজি ইত্যাদি। এসব সমস্যা জনগণ ও পুলিশের সহযোগিতায় দূর করা সম্ভব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক ও সাফিয়া খাতুন, শাহিদা তারেক দিপ্তি।

এছাড়াও পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশের উপ-কমিশনার হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ