1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

ভালো খেলেই শেষ ম্যাচ জিততে হবে : হাথুরুসিংহে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১১১ Time View

তিন ম্যাচের সিরিজে এখনো ১-০তে এগিয়ে টাইগাররা। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ ধুয়ে মুছে গেছে। এতে করে অপেক্ষার প্রহর লম্বা হয়েছে। এখন সিরিজ নিজেদের করতে হলে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ভালো খেলেই শেষ ম্যাচ জিততে হবে বাংলাদেশের। এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাথুরুসিংহে।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ খেলতে বুধবার বিকেলে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ দল। তাই আজ (বৃহস্পতিবার) ছিল ঐচ্ছিক অনুশীলন। আর অনুশীলন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাথুরু বলেন, দল হিসেবে সেরাটা খেলেই প্রথম ম্যাচে জিতেছি আমরা। আমাদের ব্যাটিং ছিল দুর্দান্ত। তবে ঘরের মাটিতে শ্রীলঙ্কা দুর্দান্ত দল। তাই ভালো খেলেই শেষ ম্যাচ জিততে হবে আমাদের।

প্রথম ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন তামিম। তাকে সঙ্গ দিয়ে হাফ সেঞ্চুরি করেন সাব্বির ও সাকিব। ব্যাটসম্যানদের এমন ধারাবাহিকতার পর ডাম্বুলাতেই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের আনন্দের মাততে চেয়েছিল টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে থারাঙ্গার হাফ সেঞ্চুরি আর মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রান তোলে লঙ্কানরা। শেষ মুহূর্তে দুর্দান্ত হ্যাটট্রিক করেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এরপর সিরিজ জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩১২ রানের লক্ষ্য দাঁড়ায়।

বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রস্তুত হচ্ছিলেন ব্যাট করতে নামার জন্য। টাইগারদের লক্ষ্য ছিল, সিরিজ জয়; কিন্তু বৃষ্টি সেটা আর হতে দিল না। মাঝে প্রায় ২০-২৫ মিনিট যে মুষলধারে বৃষ্টি পড়েছে, সেটা শেষ পর্যন্ত কমে এলেও পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়ও ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছিল ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মেনে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

এদিকে এ ম্যাচেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল বলে জানিয়ে টাইগার কোচ বলেন, তিনশোর উপরে চেজ করে ম্যাচ জেতা কঠিন। তবে দ্বিতীয় ম্যাচের উইকেট ছিল ব্যাটিং বান্ধব। আর আমাদের ব্যাটসম্যানরা ছিল আত্মবিশ্বাসী। তাই ওই ম্যাচও জেতা সম্ভব ছিল।

উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এটা বলা যায়, বাংলাদেশ আর সিরিজ হারতেছে না। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সিরিজ হবে ড্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ