1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

মানিক মিয়া এভিনিউতে পৃথিবীর দীর্ঘতম আল্পনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
  • ১০৮ Time View

বাংলা নতুন বছর ১৪১৯-কে বরণ করে নিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকার প্রধান সড়কে ২ লাখ বর্গফুট এলাকাজুড়ে অঙ্কন করার হয়েছে পৃথিবীর দীর্ঘতম অলপনা।

এ আয়োজনের নাম দেয়া হয়েছে ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’।

জানা গেছে, এ অলপনা অঙ্কনের আয়োজন করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি এয়ারটেল।
রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকাতে ফার্মগেটের খামারবাড়ি থেকে আসাদ গেট এলাকার আড়ং পর্যন্ত সংসদ ভবনের সামনে সড়ক দ্বীপের উভয় পার্শ্বে ২ লাখ বর্গফুট এলাকা জুড়ে অঙ্কন করা হচ্ছে বিশাল এ অলপনা।

বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধরনে নকশা এসব অলপনায় উঠে এসেছে। অলপনা অঙ্কনকে কেন্দ্র করে রাজধানীর মহাখালী, ক্যান্টনমেন্ট, তেজগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে ভিড় জমিয়েছেন শত শত শিশু, পুরুষ, নারী।

কেউ কেউ এসে এই অলপনা অঙ্কনে অংশ নিয়েছেন। এছাড়া চোখে পড়ে বাঙালি সংস্কৃতিপ্রেমী দু’চারজন বিদেশি নাগরিককেও।
এ ব্যাপারে অলপনা অঙ্কনে কর্মরত ইউনিভার্সিটি অব ডেভেলপ আল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ছাত্র বাবু এবং প্রিতম জানান, তাদের বিশ্ববিদ্যালয়ের  প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী এ অলপনা অঙ্কনে অংশ নিয়েছেন।

প্রাণের স্পন্দনকে পুঁজি করে বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য রাত জেগে কাজ করছেন তারা। তারা আশা করছেন এ অলপনা গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে  স্থান করে নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ