1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

বসগিরি ২-তে শাকিবের সঙ্গে অপু বিশ্বাস ও কলকাতার নায়িকা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৩৪ Time View

শাকিব-বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবিটি গেল বছরের ১৩ সেপ্টেম্বর ঈদুল আযহায় মুক্তি পায়। মুক্তির পর এই ছবিটি ব্যাপক সাড়া ফেলে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মের কর্ণধার টপি খানের দাবি, দুই কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হলেও ‘বসগিরি’ ছিল ব্যবসাসফল ছবি।

সে কারণে গেল বছরই ‘বসগিরি’ ছবির দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দেন ছবির প্রযোজক। এমনকি গেল ৮ অক্টোবর এফডিসির পরিচালক সমিতিতে ‘বসগিরি-২’ নামে নিবন্ধন করা হয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। গতকাল প্রযোজক টপি খানও তার নিজস্ব ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘বসগিরি-২ মুভির জন্য একজন নায়িকা চূড়ান্ত করলাম।’

কিন্তু কে নায়িকা? বসগিরি ছবির প্রথম কিস্তিতে নায়িকা ছিলেন বুবলী। এবারও কি তিনি থাকছেন? নাকি এই ছবি দিয়ে শাকিব খানের বিপরীতে আবারও পর্দায় ফিরছেন অপু বিশ্বাস? এমনই নানা আলোচনা চলছে চিত্রপুরীতে। তবে সবখানেই ঘুরে ফিরে ছবির নায়িকা হিসেবে উঠে আসছে অপু বিশ্বাসের নাম।

এ বিষয়ে জানতে ছবির প্রযোজক টপি খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘নায়িকা নিয়ে কোনো কথা বলব না। অপু বিশ্বাস থাকছেন কি না সেটাও বলা যাচ্ছে না। তবে আমরা ‘বসগিরি’র প্রথম কিস্তি তাকে নিয়েই শুরু করার কথা ছিল। নানা কারণে সেটি হয়নি। এবার তাকে পেলে ভালোই হত। তবে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘নায়ক শাকিব খানই চূড়ান্ত। তবে এটুকু বলতে পারি, ছবিটি দুই নায়িকার। এতে একজন কলকাতার নায়িকাও থাকবেন।’ ‘বসগিরি’ ছবিটি পরিচালনা করেছিলেন শামীম আহমেদ রনি। এবার তাকে দেখা যাবে কি না জানতে চাইলে টপি খান বলেন, ‘প্রথম কিস্তিটির মতো এই ছবিটি শামীম আহমেদ রনি পরিচালনা করবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। কলকাতার কোনো নামি নির্মাতাও ছবিটি পরিচালনা করতে পারেন। কিছুই ঠিক নয়।’

এ ব্যাপারে অপু বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘যেহেতু শিগগিরই আমি আবার চলচ্চিত্রে ফিরছি হয়তো বা এই ছবিতে অভিনয় করতেও পারি! কিন্তু এখন এ ব্যাপারে কিছুই জানাতে পারছি না। কারণ কিছুই নিশ্চিত নয়। তেমন কিছু হলে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

তবে ‘বসগিরি’র নতুন কিস্তির নায়িকা বিষয়ে জানতে ‘বসগিরি’র নায়িকা বুবলীর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গেল দুই বছর আগে ‘বসগিরি’ নামের ছবিটি নির্মাণের ঘোষণা আসে। সেখানে শাকিব ও অপু বিশ্বাস অভিনয় করবেন বলেই জানানো হয়। ছবিতে অপুকে অ্যাকশন লেডির ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল। সেজন্য জিমে গিয়ে নিজেকে তৈরি করছিলেন অপু। শিখেছিলেন মারপিটের কসরতও। কিন্তু হঠাৎ করেই ছবিটিতে শাকিবের নায়িকা হয়ে আসেন বুবলী। ছবিটি মুক্তি পেলে সুপারহিট হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ