দেশের অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করেছি: প্রধানমন্ত্রী

দেশের অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছি। আমাদের অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভূক্ত করেছি।’

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাজশাহী সেনানিবাসে সেনাবাহিনীর ঐতিহ্যবাহী বীর রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ২০১১ এর প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী দেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ। তাই আমরা একটি দক্ষ ও সুশৃঙ্খল, সুসজ্জিত ও শক্তিশালী সশস্ত্র বাহিনী সৃষ্টির জন্য কাজ করছি। ইতিমধ্যে বীর রেকর্ড অফিসকে অটোমেশন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মক্ষেত্র এখন বিদেশেও বিস্তৃত হয়েছে। বিশ্বশান্তি রক্ষার লক্ষ্যে বিভিন্ন দেশে আপনারা দায়িত্ব পালনে নিষ্ঠার পরিচয় দিচ্ছেন। তাই শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ অর্জন ধরে রাখতে হবে। শান্তি রক্ষায় নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের পারদর্শী হতে হবে। সকলকে তথ্য প্রযুক্তি প্রয়োগের সামর্থ অর্জন করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের প্রতিটি মানুষের ন্যুনতম চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করছি। যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছি। জনগণ এর সুফল ভোগ করছে। এ অর্জন দীর্ঘস্থায়ী করতে সকলকেই ইতিবাচক অবদান রাখতে হবে। আমি বিশ্বাস করি, গভীর দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে আপনারা অর্পিত দায়িত্ব পালন করবেন।’

বাংলাদেশ শীর্ষ খবর