1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

নববর্ষ ও মুজিবনগর দিবসে আওয়ামী লীগের নানা কর্মসূচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ৯৯ Time View

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, বাংলা বর্ষবরণ ও মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ।

বুধবার বিকেলে আওয়ামী লীগের ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আগ্রহী প্রার্থীদের নিয়ে বৈঠক। ১৩ এপ্রিল ধানমণ্ডি আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আগ্রহী প্রার্থীদের নিয়ে বৈঠক।

১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে একটি ৠালি বের হয়ে ধানমণ্ডির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে।

১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া ১৮ এপ্রিল বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমুদ্রজয় উপলক্ষে যুব সংগ্রাম পরিষদের নেতৃত্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবর্ধনা ও ১৯ এপ্রিল বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে বিকেল ৩টায় সমুদ্রজয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।

জাহাঙ্গীর কবির নানক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ৫ হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ উপজেলা নির্বাচন ও সংসদীয় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যা সারাদেশসহ দেশের বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর মাধ্যমে বর্তমান সরকার প্রমাণ করেছে, গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, হাজী সেলিম, এম এ আজিজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ