1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

আসছে জাজ টেলিভিশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১৭২ Time View

দেশে অনেকগুলো সংবাদ ও বিনোদনধর্মী টেলিভিশন চ্যানেল থাকলেও সেখানে বাংলা চলচ্চিত্র অনেকটাই উপেক্ষিত। সে কারণে চলচ্চিত্রের প্রচার-প্রসারের জন্য শিগগির যাত্রা শুরু করতে যাচ্ছে বেসরকারি মালিকানায় ‘জাজ টেলিভিশন’।

এমনটাই জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আবদুল আজিজ বলেন, ‘অনেক কাঠখড় পুড়িয়ে, বহু কিছু ম্যানেজ করে চ্যানেল অনুমোদনের সব কাজপত্র তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এখন সেটা মন্ত্রীর টেবিলে আছে। উনি স্বাক্ষর করলেই অনুমোদন পেয়ে যাবো।’

সময় বেঁধে না দিলেও আবদুল আজিজ আশা করছেন, শিগগির প্রচারে আসবে জাজ টেলিভিশন।

চলচ্চিত্রের শীর্ষস্থানীয় এই প্রযোজক বলেন, ‘শুধুমাত্র চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান দিয়ে সাজানো হবে জাজ টিভির যাবতীয় অনুষ্ঠান। চলচ্চিত্রে হালচাল, ভালো-মন্দ, চলচ্চিত্র বিষয়ক টক-শো, আড্ডা, তারকাদের সাক্ষাতকার সবকিছু দিয়েই সাজানো হবে এই টিভির আয়োজন। কিন্তু কোনো নাটকের খবর প্রচার হবে না।’

যোগ করে আবদুল আজিজ বলেন, ‘এরমধ্যেই জাজ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের জন্য একজনকে চূড়ান্ত করেছি। তবে তিনি কে, এখনই বলতে চাই না। প্রচারে আসার আগেই সেটা ঘোষণা দেব।’

আবদুল আজিজ মনে করেন, চলচ্চিত্র একটি দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক মাধ্যম। কিন্তু ব্যবসা না  থাকায় সে মাধ্যম আজ ধ্বংসের মুখে। ব্যবসা না হবার অন্যতম কারণ সঠিক প্রচারণা না থাকা। সে জন্যই জাজ মাল্টিমিডিয়া এ উদ্যোগ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ