1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

‘ঝিলমিলের পর আর প্লট নয়, শুধু ফ্ল্যাট’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ১১১ Time View

ঝিলমিল আবাসন প্রকল্পের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নতুন করে আর কোনো প্রকল্পের প্লট বরাদ্দ দেবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

বুধবার ঝিলমিল আবাসন প্রকল্পের প্লট বরাদ্দের জন্য লটারি অনুষ্ঠানে তিনি বলেন, এর পর থেকে রাজউক বহুতল ভবন নির্মাণ করে কেবল ফ্ল্যাট বিক্রি করবে।

রাজধানীর ওসামনী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই লটারি শুরু হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল বিশেষজ্ঞ লটারির জন্য রাজউককে সহায়তা দিচ্ছেন।

এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঝিলমিলের ১২০০ প্লটের মধ্যে ৫২০টির বরাদ্দ দেওয়া হচ্ছে বুধবার। ১০ শতাংশ প্লট সংরক্ষিত রেখে পাঁচটি ‘পেশাজীবী ক্যাটাগরিতে’ (আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ ও সাংবাদিক) প্লট বরাদ্দ দেওয়া হবে আগামী ১০ দিনের মধ্যে।

রাজউক চেয়ারম্যান নুরুল হুদা জানান, বুধবারের লটারির ফল রাজউকের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া বৃহস্পতিবার চারটি দৈনিক পত্রিকায় বরাদ্দপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে।

রাজধানীর পোস্তগোলার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঝিলমিল প্রকল্পে মোট ২০টি শ্রেণী ও উপশ্রেণীতে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে।

ঝিলমিলে প্লট পেতে আগ্রহীদের কাছ থেকে গত বছরের জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আবেদনপত্র নেয় রাজউক। বিভিন্ন শ্রেণীর প্লটের জন্য মোট ৩৫ হাজার আবেদন জমা পড়েছে বলে রাজউক কর্মকর্তারা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ