1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

ফেসবুকে ক্ষমা চাইলেন সেই বান্টি মীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১২ Time View

অজানা কোনো ক্ষোভ বা অতি মাত্রায় আবেগের বশীভূত হয়ে বান্টি মীর নামে এক আমেরিকা প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে নানা ধরনের কটূক্তি  করেন। স্ট্যাটাস লিখে ও ভিডিওতে তিনি শাওন ও তার মাকে নিয়ে নানা কটূ কথা প্রকাশ করেন। শুধু তাই নয়, শাওনকে প্রাণনাশের হুমকিও দেন তিনি।

ফলে বান্টি মীরের বিরুদ্ধে ধানমন্ডি থানায় জিডি করেন শাওন। একই কারণে শুক্রবার (২৪ ফেরুয়ারি) সন্ধ্যা নাগাদ তিনি বান্টি মীর নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ পেশ করেন।

আর মেহের আফরোজ শাওনের সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার পর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ভিডিও ব্লগার বান্টি মীর। বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত বান্টি তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‌‘মাফ করেন আমাকে সবাই। অনেক গালি খেয়েছি। মাফ করে দেন… আর গালি দেবেন না। আল্লাহ আমাকে মাফ করুক।’

এর আগে এক পোস্টে বান্টি লেখেন, ‘মানুষের গোপন কথা বলতে নেই, আর আমি সেটাই করেছি। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না। আল্লাহ তার দয়ায় আমাকে ক্ষমা করুক- আমিন।’

‘ডুব’ ছবির গল্প নিয়ে শাওনের উদ্বেগের বিষয়ে বান্টির কটূ মন্তব্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। শাওন মনে করেন, পরিচালক মোস্তফা সারয়ার ফারুকী লেখক হুমায়ূন আহমেদের জীবনের কিছু ঘটনাকে অবলম্বন করে ছবিটি নির্মাণ করছেন।

এর আগে শাওন ছবিটিকে ছাড়পত্র না দিতে সেন্সর বোর্ডের কাছে অনুরোধ করেন। শাওনের আশঙ্কা ছবিটিতে হুমায়ূন আহমেদকে ভুলভাবে উপস্থাপন করা হয়ে থাকতে পারে। গত ১৩ ফেব্রুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে লিখিতভাবে নিজের উদ্বেগের কথা জানান তিনি।

শাওনের অভিযোগ আমলে নিয়ে ‘ডুব’ ছবিটিকে ছাড়পত্র দেয়ার একদিনের মাথায় ১৬ ফেব্রুয়ারি তা প্রত্যাহার করা হয়। সাময়িকভাবে ছবিটির মুক্তি বন্ধ রাখতে তথ্য মন্ত্রণালয় থেকেও বিএফডিসিকে বলা হয়। ফলে মুক্তি নিয়ে অনিশ্চয়তায় পড়ে ‘ডুব’। আগামী এপ্রিল মাসে এর মুক্তি পাওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ