অন্য কোনো নামে নয়, কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছে কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার মাটি ও সংস্কৃতির সঙ্গে কুমিল্লা নামটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আর তাই বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে উদীয়মান নতুন প্রজন্মের ভালোবাসা-স্বপ্নের কথা চিন্তা করে অন্য কোনো নামে নয়, কুমিল্লা নামেই বিভাগটি বাস্তবায়নের জন্য সরকার নির্বাহী আদেশ প্রদান করবেন বলে আশা করছি।
কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিঠু, সংগঠনের যুগ্ম আহ্ববায়ক জালাল উদ্দিন আহমেদ ও সাজ্জাদ হোসেন সজীব প্রমুখ।