1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

সার্কাস সুন্দরী জয়া আহসান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮১ Time View

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে প্রথম নজরে দেখলে চেনার উপায় নেই। পাক্কা সার্কাসের নাচনেওয়ালির মতো। তার পরনে পোশাকও বেশ বাহারি; সার্কাসে যেমন হয়।

চারদিক বিশাল আকৃতির প্যান্ডেলে মোড়ানো সার্কাস দল। এর মাঝে সার্কাসের সুন্দরী। এমন জয়াকে দেখা যাবে ‘বিউটি সার্কাস’ শিরোনামের নতুন একটি ছবিতে। ছবিতে তিনি একটি সার্কাসের মালিক। তার নাম বিউটি। ছবিটি পরিচালনা করছেন মাহমুদ দিদার।

গেল ১৫ দিন যাবত টানা একটি সার্কাস প্যান্ডেল বানিয়ে শুটিং হয়েছে এই ছবির। গেল সপ্তাহে প্রথম লটের শুটিং সেরে ঢাকা ফিরেছে ছবির পুরো টিম।

ছবিটি প্রসঙ্গে জয়া বলেন, ‘এই ছবিটিতে আমি সার্কাসের সুন্দরী হিসেবে অভিনয় করছি। এ ধরনের চরিত্র আমি এর আগে করিনি। আগে যাত্রার একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু সার্কাসের একজন মেয়ের চরিত্র এটাই প্রথম।’

আরও বলেন, ‘আমি সাধারণত যে কোনো চরিত্রে অভিনয়ের আগে অনেক প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু এবার সে সুযোগ পাইনি। খুব দ্রুত আমাকে চরিত্রের মধ্যে ঢুকতে হয়েছে। পরিচালক ও অন্য সবার সহযোগিতা পেয়েছি। শুটিংয়ের আগের দিন প্র্যাকটিস করেছি। সার্কাসের সবাই সহযোগিতা করেছেন।’

যোগ করে জয়া বলেন, ‘বিউটি সার্কাসের এই লটের শুটিংয়ে বেশ ভয়ংকর কিছু দৃশ্যে শট দিতে হয়েছে। অনেকটা অনিরাপদও ছিল তা। তবু ঠিকঠাক চরিত্র ফুটিয়ে তুলতে এই ঝুঁকি আমি নিয়েছি। ঘোড়া ও হাতিতে চড়ার অভিজ্ঞতাও হয়েছে।’

এদিকে ছবিটির প্রসঙ্গে নির্মাতা মাহামুদ দিদার বলেন, ‘সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর যে টিকে থাকা তার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেওয়ার পরও হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। এখানে পুরুষের ভূমিকাকে ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি প্রচলিত চলচ্চিত্রের ছক থেকে বেরিয়ে সমাজের নানা শ্রেণির মোড়ল ও ক্ষমতাধরদের আসল চরিত্র দেখা যাবে এই সিনেমার নায়কদের মাধ্যমে।’

ছবিতে জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, এবিএম সুমন প্রমুখ। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার আছে নির্মাতা দিদারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ