বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা বিশ্বকাপে

বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা বিশ্বকাপে

বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে ২০১৩ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো শ্রীলঙ্কা।

দুই গ্রুপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা শীর্ষ চারে থেকে বিশ্বাকাপে খেলা আগেই নিশ্চিত করেছে। নেদারল্যান্ডসকে হারালেই চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে যাবে পাকিস্তান।

প্রথম প্লে অফের পরাজিত দল বাংলাদেশকে ২৪ নভেম্বর ওয়ানডে মর্যাদার জন্য প্লে অফ ম্যাচ খেলতে হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হলেও ওয়ানডে দলের স্বীকৃতি পাওয়ার সুযোগ রয়ে গেছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে কাটায় কাটায় ১০০ রান করে অলআউট হয় বাংলাদেশ।

সালমা খাতুন সর্বোচ্চ ৩২ রান করেছেন। এছাড়া রুমানা আহমেদ ১৭, পান্না ঘোষ ১২, লতা মন্ডল ১১, আয়শা আক্তার ২, শুকতারা রহমান ৩, চামেলী খাতুন ৫, জাহানারা আলম অপরাজিত ৫ রান করেছেন।

শ্রীলঙ্কার প্রবাধানী, শ্রীবর্ধেন ও ডি আলওয়াজ দুটি করে উইকেট নেন।

খেলাধূলা শীর্ষ খবর