দিল্লির তথ্য পাওয়ার পরই বক্তব্য জানাবে বাংলাদেশ: পররাষ্ট্রসচিব

দিল্লির তথ্য পাওয়ার পরই বক্তব্য জানাবে বাংলাদেশ: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আবারও বলেছেন, ‘টিপাইমুখ বাঁধ নিয়ে নয়াদিল্লি থেকে তথ্য পাওয়ার পরই বাংলাদেশ তার বক্তব্য জানাবে।’

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের একটি সেমিনারে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

সেমিনার শেষ না হলেও পররাষ্ট্রসচিব বেলা বারোটার দিকে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

এর আগে সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে তিনি নিজ দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার পথে বাংলানিউজকে বলেছিলেন, ‘ভারত থেকে কোনও তথ্য আসেনি। রাতে আসতে পারে।’

বাংলাদেশ শীর্ষ খবর