1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

ত্রিভূজ প্রেমের ছবি মাতালের শুভযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৮ Time View

ঢাকাই ছবির ‘সুপারলাকি’ নির্মাতা শাহিন সুমনের নতুন ছবি ‘মাতাল’। ত্রিভুজ প্রেমের এই ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন নায়ক আসিফ নূর, সুমিত ও নবাগতা অধরা খান। এই তিন শিল্পী একই পরিচালকের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতেও অভিনয় করেছিলেন।

গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ মিকাডো রেঁস্তোরায় চলচ্চিত্রের একঝাঁক প্রিয় মুখের ভালোবাসায় সিক্ত হয়ে শুভ যাত্রা ঘোষিত হলো ছবিটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, তিন নায়ক-নায়িকা, অভিনেতা সাদেক বাচ্চু, মিশা সওদাগর, জয় রাজ, বরেণ্য চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, ‘মাতাল’ ছবির প্রযোজক শরীফ চৌধুরী, চিত্রনাট্যকার ফেরদৌস হাসান রানা ও আরও অনেকে।

মহরত অনুষ্ঠানে শাহীন সুমন বলেন, ‘সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত এই ছবিটি নির্মিত হবে ত্রিভূজ প্রেমের গল্পে। এর চিত্রনাট্য করবেন জনপ্রিয় চিত্রনাট্যকার ফেরদৌস হাসান রানা। বেশ কিছু রোমান্টিক গানও ছবিটিতে।’

Matal

তিনি আরো বলেন, ‘আমি বরাবরই নিয়ম ভাঙা মানুষ। সবার থেকে একটু ব্যাতিক্রম ভাবনা ও কাজের চেষ্টা সবসময় করেছি। মন্দার বাজারেও তাই পরপর দুইবার নতুন নায়ক-নায়িকা নিয়ে বাজি ধরেছি। আসিফ, অধরা ও সুমিতের কাজ আমার পছন্দ হয়েছে। এই তিনজন শিল্পীকেই আমার কাছে সম্ভাবনাময়ী মনে হয়েছে। আশা করি, শিল্পী সংকটের এ সময় তাঁদের নিয়ে আরো পরিচালক এগিয়ে আসবেন। নির্মাতা জানান, কিছুদিনের মধ্যেই ছবির শুটিং শুরু হবে।

অনুষ্ঠানে দুই নায়ক আসিফ নূর ও সুমিত এবং নায়িকা অধরা নিজেদের নতুন ছবির জন্য শুভকামনা প্রত্যাশা করেন। তারা দাবি করেন, চমৎকার গল্পের এই ছবিটি দর্শক মাতাবে।

অধরা, আসিফ নূর, সুমিত ছাড়াও আরো অভিনয় করবেন সাদেক বাচ্চু, জয় রাজসহ আরো অনেকে। ছবিতে নৃত্য পরিচালনা করবেন কালু ও নুহরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ