1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

প্রিমিয়ারে প্রশংসিত তাহসান-ভাবনার বরষা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭২ Time View

জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বরষা’। কিনবোই.কম প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন শোবিজের জনপ্রিয় দুই মুখ তাহসান-ভাবনা।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এক ঘরোয়া প্রিমিয়ার অনুষ্ঠিত হয় রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। দুই যুবক-যুবতীর বর্ষাস্নাত একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্যটি প্রিমিয়ারে দারুণ প্রশংসিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী ভাবনা, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, লাক্স তারকা বাঁধন ছাড়া আরও অনেকে। তবে তাহসান এই মূহুর্তে ৫৯তম গ্র্যামি সেলিব্রেশন অনুষ্ঠান ২০১৭’র আমন্ত্রণে  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে থাকায় উপস্থিত ছিলেন না।

প্রিমিয়ার শেষে অনিমেষ আইচ বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শকদের জন্য ‘বরষা’ অন্যতম একটি চমক। এটি সবার মন নাড়া দেবে বলে আমি করি। এখানে দর্শকরা একটি ট্রাজেডি দেখতে পাবেন।’

ভাবনা বলেন, ‘আমার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য এটি। সবমিলিয়ে আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। আশা করছি সবাই উপভোগ করবেন।’

‘বরষা’র চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ। আবহ সংগীত পরিচালনা করেছেন রাশিদ শরীফ শোয়েব।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৮ টা ৩০ মিনিটে ২৪ মিনিট ব্যাপ্তির ‘বরষা’ প্রকাশ পাবে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ