1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

আইয়ূব বাচ্চুর গানে মাতবে ভালোবাসা দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৪ Time View

ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের গানে গানে মাতাতে আয়োজিত হচ্ছে বিশেষ লাইভ কনসার্ট ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’। নতুন বছরের সবচেয়ে বড় এ আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিকেল তিনটা থেকে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।

কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এল.আর.বি`র হয়ে মঞ্চ মাতাবেন আইয়ূব বাচ্চু। গাইবেন হৃদয় খান, ঐশি ও ব্যান্ড ডাকঘর। দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান ‘ইভেন্টেলস লিমিটেড’র আয়োজনের এই কনসার্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ইন্ডিয়ান আইডল সিজন-৪’র তোরসা সরকার, কলকাতার অর্ক মূখার্জীর গান।

কনসার্টের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ইভেন্টেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়ুয়া জানান, ‘আমরা সবাই সংগীতপ্রিয় মানুষ। আমাদের রক্তে মিশে আছে গানের সুর। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে সাথে নিয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতেই এ আয়োজন। কনসার্টে বাংলাদেশের পাশাপাশি ভারতের দু’জন জনপ্রিয় সংগীতশিল্পী দর্শকদের সরাসরি গান গেয়ে শুনাবেন। আমাদের বিশ্বাস সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে ভালোবাসা দিবসটি উদযাপন করতে পারবো।’

Consert

কনসার্টের গণমাধ্যম যোগাযোগ ব্যবস্থাপনা করছে ‘ইনসাইট কমিউনিকেশন’। এই বিষয়ে ইনসাইট কমিউনিকেশন এর চীফ আপারেশন ডিরেক্টর মো. সজীব উদ্দিন সরকার জানান, আমরা বরাবরই সৃজনশীল যে কোন কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। তাই ইভেন্টেলস লিমিটেড আয়োজিত ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’ কনসার্টটিতে গণমাধ্যমের অংশগ্রহণের বিষয়ে জোর দৃষ্টি রেখেছি। আশা করি, সবার সহযোগিতা নিয়ে আমরা এ আয়োজনটি সফল করতে পারবো।’

দর্শক-শ্রোতারা ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’ কনসার্টের টিকেট অনলাইন টিকেটশপ http://ticketchai.com/details/631/Valentine-Music-Bash-2017 থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া ঢাকার বিভিন্ন রেস্টুরেন্ট থেকেও সরাসরি সংগ্রহ করতে পারবেন টিকেট। টিকেটের জন্য ফোন করা যাবে +৮৮০১৯১১৩৮৬৯৬৪, ০১৭০৭৩৮৬৯৬৪, ০১৯১৩৫৪২৭৫০ নম্বরগুলোতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ