1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

পরিচালক সঞ্জয় লীলা বানসালির ওপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ৬২ Time View

ভারতের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির ওপর হামলা চালিয়েছেন রাজপুত কার্নি সেনা নামে একটি সংগঠনের কর্মীরা। শুক্রবার জয়পুরে ‘পদ্মাবতী’ নামে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে তার ওপর এ হামলা চালানো হয়। খবর এনডিটিভির।

বলিউডের অভিনেতা এবং পরিচালকরা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দোষীদের বিচার চেয়েছেন তারা।

এরআগে ২০০৮ সালে ‘যোদ্ধা আকবর’ চলচ্চিত্রটি মুক্তির সময়ও প্রতিবাদ করেছিলেন এ সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার পদ্মাবতীর সেটে ঢুকে চুল ধরে টেনে সঞ্জয়কে থাপ্পড় মারেন রাজপুত কার্নি সেনার কর্মীরা।

হামলাকারীদের অভিযোগ, ইতিহাস বিকৃত করেছেন সঞ্জয় লীলা।

রানী পদ্মাবতীর কাহিনীর ওপর নির্ভর ওই ছবিতে তাকে আলাউদ্দিন খিলজির প্রেমিকা হিসেবে দেখানো হয়েছে। অথচ ইতিহাস বলে, পদ্মাবতী আলাউদ্দিনের কাছে নিজেকে সমর্পণ করতে অস্বীকার করেন। আলাউদ্দিন খিলজি চিতোরগড় দুর্গ আক্রমণ করার আগেই পদ্মাবতীসহ রাজ পরিবারের একাধিক নারী আত্মহত্যা করেন।

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রাজপুত কার্নির দাবি, শুটিং করা অংশ মুছে ফেলতে হবে।

সংগঠনটির নেতা নারায়ণ সিং বলেছেন, আমরা আগে থেকেই ওই ছবির শুটিংয়ে আপত্তি করেছিলাম। ওরা ইতিহাস বিকৃত করছে। শুটিং না থামানোয় আমরা তা ভেস্তে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ