‘নুরু মিয়া ও বিউটি ড্রাইভার’ ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন এর নির্মাতা মিজানুর রহমান লাবু।
তিনি বলেন, ‘২৪ জানুয়ারি মঙ্গলবার ‘নুরু মিয়া ও বিউটি ড্রাইভার’ কোনো রকম আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র লাভ করেছে। সেন্সর বোর্ডের সদস্যরা এই ছবিটি দেখে ভূয়সী প্রশংসাও করেছেন।’
‘নুরু মিয়া ও বিউটি ড্রাইভার’ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। আরও আছেন অভিনেত্রী ক্যামেলিয়া রাঙা, শিমুল খান, শাহাদত, শিরিন আলম, এসএম মহসিন, নাজিবা বাসার, মাহমুদ প্রমুখ।
ছবিতে নুরু মিয়ার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এবং বিউটি চরিত্রে ক্যামেলিয়া। জাদুকাঠি মিডিয়ার প্রযোজনায় নুরু মিয়া ও বিউটি ড্রাইভার ছবির নির্মাণ কাজ হয়েছে টাঙ্গাইল, রাজধানীর কড়াইল বস্তি ও বিভিন্ন লোকেশনে।
তুখোড় ছবির এই নির্মাতা আশা করছেন, আগামী এপ্রিম মাসে ছবিটি মুক্তি দেয়া হবে।