1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

হজের প্রাক-নিবন্ধন সঠিকভাবে করতে প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ৭১ Time View

রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে শতাধিক হজ এজেন্সির মালিক ও প্রতিনিধিদের হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ ফলপ্রসূ ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা, দুপুর ২টা থেকে সাড়ে ৪টা ও বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মোট তিন শিফটে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। আগামী ২১ জানুয়ারী পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

প্রশিক্ষণ উদ্বোধন করেন হজ অফিসের পরিচালক ড. আবুল কালাম আজাদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মো. সিরাজুল ইসলাম ও কবীর আল-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় ।

ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যদি কোন এজেন্সির মালিক বা প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালি আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য স্ব-স্ব এজেন্সির প্যাডে অনুমতিপত্র সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ