1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

গারো তরুণীকে ধর্ষণকারীদের ফাঁসি দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ৫০ Time View

ময়মনসিংহের গারো তরুণীকে ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছে বিক্ষুদ্ধ গারো জনতা নামের একটি সংগঠন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা জানান, গত বছরের ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইটে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া গ্রামের গণেন্দ্র মানকিনের সদ্য জেএসসি পাশ করা ১৩ বছর বয়সী মেয়ে গির্জা থেকে বাড়ি ফিরছিলো, সেই সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে গণধর্ষণের পর গুরুতর জখম করে খালের পাড়ে ফেলে রাখা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সেই তরুণীর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১/২০১৭।

বক্তারা বলেন, মামলা করার পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হালুয়াঘাট থানা পুলিশ আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে আসামীর আত্মীয় স্বজনরা মামলা তুলে নেয়ার জন্য পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন।

সমাবেশ থেকে দুই দফা দাবি উত্থাপন করেন বক্তারা, দাবিগুলো হলো- ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে কাঠগড়ায় দার করাতে হবে। দ্রুত বিচার ট্রাইবুনালে আইনের বিচার কাজ সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

বাংলাদেশ গারো ছাত্র সংসদের সহ-সাংগাঠনিক সম্পাদক পাপ্পু দিও এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ভিপি অনিষিং চাকমা, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ রেমা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ