1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভে অচল মতিঝিল ওয়াপদা ভবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ৪৮ Time View

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশে কার্যত অচল হয়ে পড়েছে মতিঝিলস্থ ওয়াপদা ভবন। মঙ্গলবার সকাল ১১টা থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

জানা গেছে শ্রমিক-কর্মচারীদের স্বার্থবিরোধী নিড বেজড্ সেটআপ বাতিল, ড্রাইভারদের ওভার টাইম চলমান হারে বহাল রাখা, চাকুরিচ্যুৎ কর্মচারীদের পুনর্বহালসহ ৩৬ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পাউবো শ্রমিক-কর্মচারী লীগ (সিবিএ- ১৮৮৭)।

ওয়াপদা ভবনে গিয়ে দেখা গেছে, ভেতরে সমবেত হয়ে দাবি পূরণের জন্য বিক্ষোভ করছেন শত শত শ্রমিক-কর্মচারী। ভবনের প্রধান প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন পাউবোর শীর্ষ কর্মকর্তারা।

সমাবেশে অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ ও জহিরুল ইসলামসহ শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পাউবো শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে ৩৬ দফা দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সরকার বিরোধীদের চক্রান্ত প্রতিহতের ঘোষণা দেন বক্তারা।

অন্যান্যের মধ্যে পাউবোর সিবিএর যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন খান, এমদাদ কবির, সহ-সভাপতি সিরাজুল হক, খোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক নূরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ