1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

সব সূচকেই এগিয়ে মেয়েরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ৭০ Time View

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার এবারের প্রকাশিত ফলাফলে সব সূচকেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। সব বোর্ডর ফলাফল অনুযায়ী এবার মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ১৭ এবং ছেলেদের পাসের হার ৯২ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪১ হাজার ২৪৩ জন আর ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৩৪৫ জন। ছেলেদের চেয়ে মেয়েরা ৩৪ হাজার ৮৯৮ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রাপ্ত তথ্য অনুযয়ী এ বছর ছাত্রের তুলানায় ছাত্রী বেশি পাস করেছে ১ লাখ ৪৬ হাজার ১৩৭ জন। অংশগ্রহণও বেশি করেছে। এ বছর পরীক্ষায় ১২ লাখ ৫০ হাজার ৪৩৭ জন ছাত্রী অংশগ্রহণ কর, যা গত বছর ছিল ১২ লাখ ১১ হাজার ৪৯৩ জন। এ বছর ১০ লাখ ৯৬ হাজার ৫২২ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। গত বছর যা ছিল ১০ লাল ৬০ হাজার ৭৯৬ জন।

এ বিষয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে নারী শিক্ষার অনেক অগ্রগতি হয়েছে। যার প্রমাণ মিলছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষায়। পরীক্ষাগুলোতে ছাত্রী অংশ্রগ্রহণকরী এবং পাসের হার বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা নারী শিক্ষার অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাথতে সকল প্রচেষ্টা চালিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ