মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নবান্ন মেলায় নাগরদোলায় রবিউল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রবিউল সদরের উত্তর ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া ও চাঁদপুরের কিরণের ছেলে।
কিশোরের মামা মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নবান্ন মেলায় যায় রবিউল। নাগরদোলায় উঠলে সেখানে পাশের খুঁটির সঙ্গে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে সে আঘাতপ্রাপ্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকে এবং নাগারদোলা থামালে রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক সাবিব ইবনে আব্দুল্লাহ জানান, কিশোর রবিউলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।