1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

শিল্পীদের একশ দাবি হলেও সঙ্গে থাকবে চ্যানেল আই

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ১১৬ Time View

36‘শিল্পে বাঁচি শিল্প বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকেই চলছে সমাবেশ। এখানে উপস্থিত আছেন দেশের ছোট পর্দার সব নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। তারা জড়ো হয়েছেন দেশীয় টিভি নাটক-অনুষ্ঠান রক্ষা করতে পাঁচ দফা দাবি নিয়ে।

তাদের এই সমাবেশ মূলত চ্যানেলগুলোর বিরুদ্ধে। সকাল থেকে আরটিভি, এটিএন বাংলা, এনটিভি, বাংলাভিশনসহ বেশ কিছু চ্যানেল এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আর বেলা ৩টা নাগাদ হাজির হন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর। মঞ্চে এসে তিনি ঘোষণা দেন, শিল্পীদের এই আন্দোলনের সঙ্গে চ্যানেল আই সম্পূর্ণভাবে একাত্ম। এই আন্দোলনের সাফল্য কামনাও করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনসহ আরো অনেকেই।

সমাবেশে বক্তৃতাকালে ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আই প্রথম থেকেই শিল্পী-কলাকুশলীদের সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ তারা চ্যানেলের প্রাণ।’

টেলিভিশনসংশ্লিষ্ট ১৩টি সংগঠন এই সমাবেশ ডেকেছে। তার এগুলোর সমন্বয় করেছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।  তাদের পাঁচ দফা দাবিকে সমর্থন জানিয়ে জনাব সাগর বলেন, ‘এফটিপিও’র ডাকা পাঁচ দফা দাবির সঙ্গে আমি এবং চ্যানেল আই সংহতি জানাচ্ছি। তাদের পাঁচ দফা দাবির সঙ্গে আছি, আরো ১০০ দফা দাবি হলেও সঙ্গে থাকবো।’

Afzal Hossain

যোগ করে আরো বলেন, ‘চ্যানেল আই শুরু থেকেই অনেক শিল্পীদের জন্মদিন পালন করে আসছে। ভুলে যাওয়া গুণী মানুষদের সবার সামনে তুলে এনেছে। বঞ্চিতদের নিয়ে কাজ করছে। তাদের সুখে-দুঃখে মিলেমিশে কাজ করে আসছে।’

নাট্যকার সংঘের উপদেষ্টা ও নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘আমরা নির্মাতা-শিল্পীরা আমাদের প্রকৃত সম্মানী চাই। এটাই আমাদের সকলের দাবি। আমারা যা কিছু করি এই সম্মানের জন্য এবং সম্মানীর জন্য করি। সুতারং আমাদের এই সম্মানীটা চাই।’

এছাড়াও বক্তৃতা রাখেন আরো অনেকেই। তাদের মধ্যে অভিনেতা রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘যে অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি এখান থেকে পিছিয়ে যাওয়ার স্থান নেই। আমরা এখন সামনে আগাতে চাই। স্বাধীন জনগোষ্ঠি হিসেবে আমার নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হলে এই পাঁচ দফা দাবির বিকল্প নেই। আশা করবো আমাদের এই সমাবেশের উদ্দেশ্য সফল হবে।’

Asad Bhai

সমাবেশে আবুল হায়াত, সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, জাহিদ হাসান, তৌকির আহমেদ, বিপাশা হায়াত, তারিন, সুইটিসহ নানা প্রজন্মের শিল্পী, নাট্যকার ও কলাকুশলীরা উপস্থিত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ