1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

এবার জমবে ব্যান্ড ফেস্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১১২ Time View

30শীতকাল এলেই জমে উঠে গানের আসর। বহু আগে নগরায়ন যখন গ্রাস করেনি বাংলাকে, বাংলার মানুষকে তখন শীতকালে দেখা যেত দূর দূরান্তের সব শিল্পীরা দল বেঁধে নানা অঞ্চলের গান করে বেড়াতেন। সেখানে রাতভর চলতো নানা ধাঁচের ও স্বাদের গান। বড়দের পাশাপাশি যুবক, কিশোররাও হাজির থাকতো সুরের মেলায়।

নগরায়ানের আধিক্যে মেলার সেই স্বতস্ফূর্ত টান হয়তো নেই তবে আনুষ্ঠানিকতা রয়েই গেছে আরো বড় পরিসরে। শীত এলেই দেখা যায় ব্যস্ত হয়ে উঠেন গানের শিল্পীরা। এই কয়েকদিন বেশ ব্যস্ত থাকেন বিভিন্ন বাদ্যযন্ত্রের মানুষেরাও।

বিশেষ করে গেল কয়েক বছরে বেশ কিছু আয়োজন শীতকালকে করে তুলেছে সংগীতের মৌসুম। তারমধ্যে উল্লেখ্য ফোক ফেস্ট, বেঙ্গল ফেস্ট, ব্যান্ড ফেস্ট ইত্যাদি।

সম্প্রতি শেষ হয়ে গেল দেশ-বিদেশের লোক গানের শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল। আজ সোমবার (২৮ নভেম্বর) রাতের আয়োজন দিয়ে শেষ হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব।

এর পরপরই এবার শুরু হতে যাচ্ছে আরো একটি জমজমাট আসর ‘ব্যান্ড ফেস্ট’। চ্যানেল আই’র আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের এই উৎসব।

আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে অনুুষ্ঠিত হবে এটি। এতে অংশ নেবে বাংলাদেশের ২৭টি ব্যান্ডদল। ওই দিনে সকাল ১১টা ৫ মিনিটে এসব ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হবে তৃতীয় ব্যান্ড ফেস্ট’র।

‘উচ্চারণ’র পারফর্মেন্সের মধ্য দিয়ে শুরু হবে ‘ব্যান্ড ফেস্ট’ উৎসব। অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ব্যান্ড ফেষ্ট’১৬ উপস্থাপনা করবেন অপু মাহফুজ, মৌসুমী বড়ুয়া, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।

Band 2

আজ সোমবার (২৮ নভেম্বর) চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ব্যান্ড ফেস্ট সম্পর্কে এসব তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু ও  পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়েল ফুডের সিইও সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এডিসন গ্রুপের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম, অবসকিউর ব্যান্ডের টিপু, ব্ল্যাক ব্যান্ডের জোয়াদ, কণ্ঠশিল্পী পারভেজ, জয় প্রমুখ।

এবারের ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে উচ্চারণ, অবসকিউর, তীরন্দাজ, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ব্ল্যাক, জলের গান, ডিফারেন্ট টাচ, দূরবীন, মেহরীন, শিরোনাহীন, বাংলাদেশ, মেট্টিক্যাল, স্পন্দন, কার্নিভাল, দ্যা ম্যানেজার, তরুণ, কনক্লুশন, সিন, পরাহো, যাত্রী, এলআরবিসহ জনপ্রিয় ২৭টি ব্যান্ড দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ