1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

আমিরের ধূমপানে পুত্রের আপত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১০০ Time View

21ধূমপানে ক্যান্সার, ধূমপান মৃত্যুর কারণ। এমন সতর্কবার্তাসহ ধূমপানের বিজ্ঞাপন দেয়া হলেও ধূমপায়ীরা তা হরহামোশাই মান্য করেন না। তেমনি ধূমপান বিষপান জেনেও নিজের স্নায়ুর চাপ কমাতে ধূমপান করে থাকেন বলিউড সুপারস্টার আমির খান। তবে আমিরের এই বদ অভ্যাসে ব্যাপক আপত্তি তার ছোট ছেলে আজাদ খানের।

জানা যায় ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিটি। আর তা নিয়েই কিঞ্চিৎ দুশ্চিন্তায় ভুগছেন বলিউডের এই মি পারফেকশনিস্ট। সেজন্য সম্প্রতি ধূমপানটা একটু মাত্রাতিরিক্তই নাকি করছেন। আর এতে বিরক্তি প্রকাশ করেছেন আমিরের পুত্র।

আমিরের মুখপাত্র জানান, ‘যখনই আমির মুখে সিগারেট তুলে নেন তখনই ছেলে আজাদ তা কেড়ে নিয়ে ফেলে দেয়ার চেষ্টা করেন। তাই ছেলের সামনে ধূমপান করাটাই নাকি মুশকিল হয়ে পড়েছে আমিরের।’

প্রসঙ্গত, মহাবীর পোগত সিংকে নিয়ে নির্মিত ‘দঙ্গল’ ছবিটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান। ডিসেম্বরে রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে ছবিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ