চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মোহাম্মদ মাসুদ রানা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৬ বছর।
মাসুদ রানা চ্যানেল আইয়ের জনপ্রিয় রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘দেশ-বিদেশে রান্না’র’ নিয়মিত ক্যামেরাম্যান ছিলেন।
আজ সকাল ১১টায় চ্যানেল আই’র প্রাঙ্গণে মাসুদ রানার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর স্বরূপকাঠি থানার কামারকাঠি গ্রামে পারিবারিক কবরস্থারে দাফন করা হয়েছে।
মাসুদ ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীরভাকে শোকাহত।
আগামীকাল শুক্রবার বাদ জুম’আ চ্যানেল আই কার্যালয় সংলগ্ন মসজিদে মরহুমের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়-স্বজন ও সকল বন্ধুবান্ধবকে উক্ত দোয়া-মাহফিলে অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।