1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

জঙ্গি দমনে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ১০৮ Time View

ঢাকা: জঙ্গি দমনে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসা কুড়িয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মাদ শফিউল হক।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চ কনভেনশন সেন্টারে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীকদের আত্মীয়দের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সেনা প্রধান বলেন, সেনাবাহিনী সরকারকে জঙ্গি দমনে সর্বাত্মক সহায়তা করছে। এক্ষেত্রে সেনাবাহিনী সফলতাও পেয়েছে।

আবু বেলাল মোহাম্মাদ শফিউল হক বলেন, স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর অবদান চিরস্মরণীয়। প্রতিবছর খেতাবপ্রাপ্ত ‍মুক্তিযোদ্ধাদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী আন্তজার্তিক ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান সেনা প্রধান।

অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোস্তাফা কামাল, সিপাহী হামিদুর রহমানসহ ৫ জন বীরউত্তম, ৭ জন বীরবিক্রম এবং ২২ জন বীর প্রতীকের আত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়।

সেনা সদস্যসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ