1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ ও মানুষের কল্যাণে আমার মা নিজের জীবন উৎসর্গ করেছেন: তারেক রহমান খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার না করার নির্দেশ সরকারের গণতন্ত্র অধিকার প্রতিষ্টায় আপসহীন ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতির শোক খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধি: জিএম কাদেরের শোক রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছিলেন: প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো: মির্জা ফখরুল শেষ মুহূর্তে তারেক রহমান ছিলেন বেগম জিয়ার পাশে খালেদা জিয়া ছিলেন আমাদের প্রতিরোধের প্রতীক : শফিকুল আলম বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামায়াত আমিরের দোয়া

দিনাজপুরের সেই শিশুটির অস্ত্রোপচার চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৭৮ Time View

5ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন দিনাজপুরের ধর্ষণের শিকার সেই পাঁচ বছরের শিশুটির দেহে অস্ত্রোপচার চলছে। সম্প্রতি শিশুটির চিকিৎসার জন্য গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সোমবার সকাল ৯টা থেকে অস্ত্রোপচার শুরু করেন বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. খাজা মো. আবদুল গফুর।

তিনি জানান, নয় সদস্যের বোর্ড হলেও প্রয়োজন না থাকায় সবাই অংশগ্রহণ করছেন না। গাইনি, সার্জারি ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জরি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওসিসির একাধিক কর্মকর্তা জানান, সকালে ছোট এই শিশুটিকে যখন ওসিসি থেকে ওটিতে নেয়া হচ্ছিল তখন তার মা কান্নাকাটি করেন। শিশুটিকে ওটিতে ঢোকাতে দেখে একজন আরেকজনের কাছে জানতে চান কেন শিশুটিকে ওটিতে নেয়া হচ্ছে। এর আগে সপ্তাহ জুড়ে তার অপারেশন পূর্ববর্তী এক্সরে, ইসিজি ও ব্লাডসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

চিকিৎসকরা জানান, ধর্ষক শিশুটির গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করায় প্রস্রাব করার অঙ্গে সমস্যা হয়। আজ চিকিৎসকরা রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে শিশুটির গোপনাঙ্গ তৈরি করবেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পাঁচ বছরের এই শিশুটিকে ধর্ষণ করে হলুদ ক্ষেতে ফেলে রেখে যায় এক নরপশু। পরে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে শিশুটি এখন ঢামেক ওসিসিতে।

ওই ঘটনার পর শিশুটির বাবা ২০ অক্টোবর (বৃহস্পতিবার) নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন-সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজ। পরে গত ২৪ অক্টোবর (সোমবার) রাতে দিনাজপুর শহর থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ