1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

ঢাবির চারুকলায় সৌন্দর্যের উপত্যকা মাঝে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১৪৫ Time View

7প্রাচ্য ও পাশ্চাত্য ধারার দুই তরুণ শিল্পী জাহাঙ্গীর আলম ও সুমন কুমার সরকার। এদের আঁকা ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারী-২-তে শুরু হয়েছে দ্বৈত চিত্র প্রদর্শনী। ‘সৌন্দর্যের উপত্যকা মাঝে’ (ইন্টু দ্য ভেলি অব বিউটি) শিরোনামে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) সকালে এর উদ্বোধন করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মলয় বালা স্বাগত বক্তব্য প্রদান করেন।

Charukola

প্রদর্শনীতে জলরং মাধ্যমে আঁকা শিল্পীদ্বয়ের ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পীরা দার্জিলিং, ইন্ডিয়া ও বান্দরবানের নিসর্গকে একসূত্রে গাঁথবার চেষ্টা করেছেন।

সুমন কুমার সরকারের কাজ পশ্চিমা স্বচ্ছ জলরং মাধ্যমে আঁকা অন্যদিকে জাহাঙ্গীর আলমের নব্য বেঙ্গল ঘরানার প্রাচ্যরীতির জলরং ওয়াশ পদ্ধতিতে আঁকা ছবিগুলো খুব সহজেই মুগ্ধ করবে শিল্প রসিকদের। উভয় শিল্পীই পাহাড়ের বৈচিত্রময় সৌন্দর্য, পাহাড়ী জীবন প্রভৃতি বিষয়কে সুনিপুণ মায়ায় তুলে ধরবার চেষ্টা করেছেন।

প্রদর্শনীটি আগামী ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ