1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

নগরে নতুন জুটি অপূর্ব-সাবিলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৮৮ Time View

42আসছে ভালোবাসা দিবসে টিভি পর্দায় পাওয়া যাবে নতুন রসায়ন। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও হালের ক্রেজ সাবিলা নূর প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন একটি নাটকে। নাম ‘পাশাপাশি’।

এই নাটকে অপূর্বের নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে। ‘পাশাপাশি’ রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা সাগর জাহান।

জাগো নিউজকে সাবিলা নূর বলেন, ‘এবারই প্রথমবার অপূর্ব ভাইয়ার নায়িকা হয়েছি। খুব ভালো লেগেছে কাজটি করে।’ তিনি বলেন, ‘আমি অনেক সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করেছি। প্রথমবার যখন তাদের সঙ্গে কাজ করতাম নিজের একটু ভয় ভয় লাগতো! কিন্তু অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করে তেমনটা একবারও মনে হয়নি।’

যোগ করে সাবিলা নূর বলেন, ‘শুটিংয়ের ফাঁকে আমরা অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। সবচেয়ে মজার ব্যাপারে হচ্ছে, নাটকে একটি দৃশ্য আছে যেখানে আমরা দুজনে বৃষ্টিতে ভিজি। কিন্তু ওই দৃশ্যটি করার সময় আমাদের দুজনেরই জ্বর ছিল। তারপরও ভিজেই কাজটি করেছি। এককথায় অসাধারণ একটি কাজ হয়েছে।’

নির্মাতা সাগর জাহান বলেন, ‘ঢাকার কয়েকটি লোকেশনে শুটিং করেছি। উত্তরা, নীলক্ষেতের তেহেরির দোকান, তারপর বাসে চড়ে নিলক্ষেত থেকে কাকলী পর্যন্ত। একেবারেই চেয়েছি নাটকটি দেখে যেন বাস্তব মনে হয় সে কারণে সবকিছু প্রয়োজনমতো করেছি। আশা করছি, নাটকটি হবে দর্শকদের জন্য ভালোবাসা দিবসে অন্যতম উপহার।’

জনপ্রিয় ধারাবাহিক সিকান্দার বক্সে সিরিজের এই নির্মাতা আরো জানালেন, নাটকের নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী ভালোবাসা দিবসে এটি প্রচারিত হবে।

এদিকে, অনেক দিন পর আবারো অভিনয়ে ফিরেছেন সাবিলা নূর। শিগগির নির্মাতা ইমরাউল রাফাতের নির্দেশনায় আরো একটি নাটকে কাজ করবেন। এছাড়া তার হাতে রয়েছে বেশ কিছু নতুন নাটকের চিত্রনাট্য। যার মধ্যে একেবারেই ব্যতিক্রমী দু’একটি কাজে অভিনয় করবেন তিনি।

সাবিলার ভাষ্য, ‘আমি এখন কাজ নির্বাচনের আগে ভীষণ চুজি হয়ে গেছি। আর আগামীতে আমার পরীক্ষা শুরু হচ্ছে, সে কারণে প্রস্তুতি নিতে হচ্ছে। তাই কাজ একটু কম করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ