1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

খাদিজাকে নিয়ে সজলের গান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৯২ Time View

24সিলেটের খাদিজা আক্তার নারগিসের ওপর বর্বরভাবে হামলা চালায় নরপিশাচ বদরুল। গেল মাসে ঘটে যাওয়া এই ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। সেই প্রতিবাদে সমর্থন দিয়ে খাদিজাকে নিয়ে গান লিখলেন গীতিকার তারেক আনন্দ।

‘সং অফ খাদিজা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস ওয়ান সংগীতশিল্পী সজল। সুর করেছেন সজীব দাশ ও সজল। সংগীত পরিচালনা করেছেন সজীব দাশ। গানটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে।

গানটি প্রসঙ্গে সজল বলেন, ‘খাদিজার ওপর হামলার ঘটনা আমাকে মর্মাহত করেছে। একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে এমন জঘন্যভাবে আঘাত করতে পারে ভেবে পাই না! ঘটনার পরদিনই আমি লিরিক হাতে পাই। সেই রাতেই সুর করি। আমরা এটাকে শুধু গান বলবো না, আমাদের এটাই প্রতিবাদ।’

সজীব দাশ বলেন, ‘অনেক গানের সুর সংগীত করেছি। এই গানটি করতে গিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। বারবার চোখের সামনে সেই নির্মম আঘাতের ঘটনাই ভেসে উঠছিল। এটা সারাদেশের মানুষের সঙ্গে আমাদের গানের মাধ্যমে প্রতিবাদের একাত্মতা প্রকাশ।’

গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘বিবেকের তাড়নায় গানটি লিখেছি, দায়বদ্ধতার কারণে গানটি লেখা। শুধু খাদিজাই নয়, এরকম অনেক ঘটনাই সমাজে প্রতিনয়ত ঘটছে। খাদিজাকে সামনে রেখে সকল ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এই গান লেখা।’

‘তোমারা তাদের শাস্তি দাও কঠিন শাস্তি, আমার মতো নিষ্ঠুর পরিণতি হয়না যেন আর কারোর জীবনে/মানুষ নয় বদরুলরা বড় শয়তান’- এমন কথা দিয়ে সাজানো হয়েছে গানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ