পল্লবী থানা এলাকায় আনিস নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগে দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। এর মধ্যে একজন আসামি পলাতক রয়েছেন।
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামি সমশের ও পলাতক লালুকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। সেইসঙ্গে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি আনিসকে তার পল্লবীর বাসা থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে পল্লবীর অবদা বিল্ডিংয়ের পেছন থেকে তার কলাকাটা লাশ উদ্ধার করা হয়। এতে আনিসের ভাই ওমর ফারুক পল্লবী থানায় একটি হত্যামামলা দায়ের করেন।