1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

পান্থপথে ফার্নিচার মার্কেটে ‍আগুন নিয়ন্ত্রণে বসুন্ধরার সহযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ৭৮ Time View

রাজধানীর পান্থপথ এলাকায় ফার্নিচার মার্কেটে রোববার দিবাগত রাতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের নিজস্ব অগ্নিনির্বাপক বাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে।

এমনকি দমকল বাহিনীর বয়ে আনা পানি দিয়ে যখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না তখন আগুন নিয়ন্ত্রণে বসুন্ধরা সিটি থেকে পানি সরবরাহ করা হয়।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকান ও বিপুল আসবাবপত্র পুড়ে গেছে। রোববার রাত পৌনে দুইটায় বসুন্ধরা সিটির উল্টোদিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এ সময় ফার্নিচারের দোকানের আগুনের লেলিহান শিখা পাশের একটি বস্তিতে ছড়িয়ে পড়ে। সেখানেও কয়েকটি বাড়ি-ঘর পুড়ে যায়। ওই বস্তিতে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে থাকেন।

উপায়ন্তর না পেয়ে অনেকেই বসুন্ধরা সিটির সামনে আশ্রয় নেন।

খবর পেয়ে দমকল বাহিনীর ৪টি স্টেশনের মধ্যে সদর দফতর থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে তেজগাঁও শিল্প এলাকা থেকে ৩টি, মোহাম্মদপুর থেকে ২টি ও পলাশি থেকে ২টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে। শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের নিজস্ব অগ্নি-নির্বাপক বাহিনী।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আবু নঈম মো. শহিদুল্লাহ বলেন, ‘এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ সব আসবাবপত্রই ছিল অনেক মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুনের কোনো সূত্র আমরা খুঁজে পাইনি। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের তদন্ত কমিটি এবং অন্য একটি তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। প্রতিবেদন জমা দেওয়ার পরই কারণ জানা সম্ভব হবে।’

এদিকে, বসুন্ধরা ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর বশির উদ্দীর ফকির বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে বসুন্ধরা সিটিতে কর্তব্যরত সব কর্মীই আগুন নেভাতে ছুটে যায়।’

এদিকে, পুড়ে যাওয়া ওই মাকের্টের কাওছার ফার্নিচারের মালিক শাহ আলম কাছে অভিযোগ করে বলেন, ‘আগুন লেগেছে পৌনে দুইটায়। আমরা দমকল বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর পরেও তারা আধাঘণ্টা পর ঘটনাস্থলে আসে। আগে এলে হয়তো অনেক কিছু পুড়ে যাওয়া থেকে রক্ষা পেতো। আমাদের এত লোকসানে পড়তে হত না।’

বসুন্ধরা সিটির অগ্নিনির্বাপকদের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানান শাহ আলম।

তবে তিনি দাবি করেন, ফার্নিচারের দোকানের অনেক কর্মচারী দোকানেই ঘুমিয়ে ছিল তাদের কোনো খোজঁ পাওয়া যাচ্ছে না।

এদিকে, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি একটি সাধারণ আগুন। এটি সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই। তবে দমকল বাহিনীর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার কারণ জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ