1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

মিলন-মৌসুমির গাণিতিক প্রেম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ২১২ Time View

22আবারো জুটি বেঁধে অভিনয় করলেন আনিসুর রহমান মিলন ও মৌসুমি হামিদ। চ্যানেল আইতে ১১ নভেম্বর রাত ৮টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘গাণিতিক প্রেম’। শওকত আলী রানার চিত্রনাট্য ও পরিচালনায় টেলিছবিটিতে দেখা যাবে মিলন-মৌসুমিকে।

টেলিছবির গল্পে দেখা যাবে মিলন ও মৌসুমি দুজন দুজনকে ভালোবাসে। মৌসুমির বাবা খন্দকার একসময় গ্রামে ডাকাত সর্দার ছিলেন। এখন সব ছেড়ে গ্রামে প্রভাব প্রতিপত্তি বিরাজ করেছেন। গ্রামের সবাই তাকে এ নামে চেনে।

আর খন্দকার সাহেবের দুই ছেলে কোন কিছু তো করেই না বরং সারাদিন বিভিন্ন সিনেমা দেখে দেখে নানা অ্যাডভেঞ্চারে মেতে থাকে। এদিকে ইউনিভার্সিটির ছুটিতে বাড়ি যাওয়ার আগেই মৌসুমি বিয়ে করে বসেন মিলনকে।

প্রথমে গোপন রাখলেও ধীরে ধীরে বিষয়টি জানাজানি হয়ে যায়। বিপদ বুঝে মিলন হাজির হয়ে যান মৌসুমির বাড়িতে। মৌসুমির দুই ভাইকে হাত করে এবং তাদের বিয়ের ঘটনা বাবার কাছে প্রকাশ করেন কৌশলে।

সব শুনে রেগে যান খন্দকার সাহেব। সমস্যা সমাধানে এগিয়ে আসেন মৌসুমির দাদি। পারিবারিক ও নানা হাস্যরসাত্মক এমন গল্পেই এগিয়ে চলে কাহিনি।

এখানে আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ