নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে মূল ধারার রাজনীতিতে বাংলাদেশের সন্তান রশিদ মালিক নেমেছেন ভোট যুদ্ধে। তিনি কংগ্রেসম্যান পদে নির্বাচন করছেন জর্জিয়া থেকে।
রশিদ মালিক দ্বিতীয় বাংলাদেশি আমেরিকান হিসেবে এই পদে নির্বাচন করছেন। এর আগে ২০১০ সালে মিশিগান থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান হ্যানসেন ক্লার্ক ভোটের লড়াইয়ে জিতে যুক্তরাষ্ট্রে কংগ্রেসে তার স্থান করে নেন।
এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন নাম, রশিদ মালিক। জর্জিয়ার আটলান্টা থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।
রশিদ মালিকের জন্য জর্জিয়ায় নিবাসী বাংলাদেশিরা একাট্টা হয়েছেন। তবে তার জন্য গোটা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব বাংলাদেশিই কাজ করছেন।
এর মধ্যে অনত্যম হচ্ছে তহবিল সংগ্রহের কাজ। একজন বাংলাদেশিকে দেশের মূলধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার লক্ষে সবাই সক্রিয়।
যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার (০১ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকশন হাইটসের পালকি সেন্টারে সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয়েছে তহবিল সংগ্রহ কর্মসূচি। এতে উপস্থিত হবেন রশিদ মালিক। কর্মসূচি ঘিরে ব্যাপক প্রচার চালাচ্ছে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি।
এর প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন রিয়েল স্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, চেয়ারম্যান মো. আমিনুল্লাহ, আহ্বায়ক হাসানুজ্জামান হাসান ও সদস্য সচিব ফাহাদ সোলাইমান।
আয়োজন সম্পর্কে আহ্বায়ক হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, সংগৃহীত তহবিলে রশিদ মালিক তার নির্বাচনী প্রচার জোরদার করতে পারবেন আর তাতে তার জয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে এমনটাই প্রত্যাশা করছি।